রাতের আঁধারে লালমনিরহাট জাপা কার্যালয়ের তালা ভেঙে আগুন

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৫, ১২:০৩
অ- অ+

লালমনিরহাটে রাতের আঁধারে জেলা জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে। আগুনে সেখানকার চেয়ার, টেবিল, আসবাবপত্র ও টেলিভিশন পুড়ে গেছে।

শহরের আলোরুপা মোড়ে পার্টির কার্যালয়ে রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ছয়-সাতটি মোটরসাইকেলে ১৪-১৫ জন লোক এসে জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অফিসের আসবাবপত্র বাইরে বের করে কার্যালয়ে আগুন জ্বালিয়ে চলে যায়।

পরে পাশের মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়রা গিয়ে পানি ঢেলে আগুণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে যায় জাপা কার্যালয়ের চেয়ার, টেবিল, আসবাবপত্র, টেলিভিশনসহ কিছু জিনিসপত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।।

কারা আগুন দিয়েছে সেটি কেউ বলতে পারেনি। লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গিয়ে দেখেন অফিস পুড়ে ছাই হয়েছে। কারা এ ঘটনায় জড়িত থাকতে পারে, তা তিনি জানেন না। দলীয় চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০১জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতি নিয়ে মিথ্যা বলেছেন ট্রাম্প!
যুদ্ধবিরতির আগে শেষবেলার ‘যত বেশি পারো’ আক্রমণ ইসরায়েল-ইরানের
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, গরম কমার আভাস
ইরান-ইসরায়েল সর্বাত্মক যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, কমছে তেলের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা