সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ   

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০১ জুন ২০২৫, ১৮:৫৩
অ- অ+

সুনামগঞ্জে ২ কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

রবিবার সকালে জেলার সদর উপজেলা হালুয়ারঘাট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ক্রিম এবং জিরা জব্দ করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানান, সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পার্শ্বে হালুয়া ঘাট এলাকায় সুরমা নদীতে বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ১৭০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ৭২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য দুই কোটি তিন লাখ ছয় হাজার টাকা।

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/০১জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলে গোপন পারমাণবিক ভাণ্ডারের সন্ধান: মদদে আমেরিকা, শঙ্কায় বিশ্ব
আত্মাহুতি দিয়ে স্কাউটিংয়ের নজির বিশ্বের ইতিহাসে নেই: প্রধান উপদেষ্টা
নুসরাত ফারিয়া ২৪ সেকেন্ডে প্রেমের উত্তাপ ছড়ালেন!
Thirty Seconds to Silence — The Tragedy of Air India 171
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা