আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নিতে টাঙ্গাইল থেকে ঢাকায়, অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৫, ১৭:৫৮| আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৮:১২
অ- অ+

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতের নাম, সোহেল আনসারী (৪০)। তিনি টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক।

মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল। এদিন বিকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সম্পাদক, আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডার সোহেল আনসারীকে (৪০) ঢাকা মহানগরী গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল আজ দুপুরে পল্লবী এলাকা থেকে গ্ৰেপ্তার করেছে।

পুলিশ জানায়, গ্ৰেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে সে ঢাকা মহানগরীর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতে এসেছে বলে স্বীকার করেছে। তার নামে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের
পূর্ব রাজাবাজারে রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে রাজউক চেয়ারম্যানের মতবিনিময়
চীনের বিশেষ হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
তিন দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা