যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নূর হোসেন গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নূর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁও থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী শামীমুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৩০২ ধারার সাজাপ্রাপ্ত এই আসামি নূর হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সবশেষ গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এই আসামি আগারগাঁও এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে আজ দুপুরে এসআই আবু ইসা ও তার সঙ্গীয় ফোর্সরা শেরে বাংলা নগর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ কর্মকর্তা শামীমুর রহমান।
(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএম/এমআর)

মন্তব্য করুন