ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর, অভিযুক্ত ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ১৩:১৪
অ- অ+

চেকপোস্টে মোটরসাইকেল চালকের কাছে কাগজ চাওয়ায় ট্রাফিক পুলিশের সার্জেন্টকে হেনস্তা ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ভোররাতে গেন্ডারিয়া স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্তরা হলেন— আবির হাসান মজুমাদার, মো. সজিব ও বাবুল হাসান।

জানা গেছে, ৩ মার্চ সকালে যাত্রাবাড়ীতে ডিউটিরত ছিলেন সার্জেন্ট আমিনুল ইসলাম ও টিমের সদস্যরা। চেকপোস্টে পুলিশ সদস্যরা হেলমেট বিহীন তিনজনসহ পাঁচটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেটকার দাঁড় করান। গাড়ি গতিরোধ করায় ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালক কর্তব্যরত এক পুলিশ সদস্যের গায়ের ওপর দিয়ে গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। এসময় আটক মোটরসাইকেলের আরোহী এবং প্রাইভেটকারে থাকা তিনজন ট্রাফিকের দায়িত্বরত পুলিশ সদস্যদের অকথ্য গালিগালাজ শুরু করে। এই দৃশ্যের ভিডিও ধারণ করতে গেলে প্রাইভেটকার ও মোটরসাইকেলে থাকা আরোহীরা পুলিশের মোবাইল কেড়ে নেয়। একইসঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যদেরকে এলোপাথারি মারধর করে আহত করে। এই ঘটনায় সার্জেন্ট আমিনুল ইসলাম বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। অপরাধী শনাক্ত ও তাদেরকে গ্রেপ্তারে র‌্যাবের সহায়তা চাওয়া হলে গোয়েন্দা নজরদারি শুরু হয়।

ভোররাতে র‌্যাব-১০’র একটি দল গেন্ডারিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে পুলিশ হেনস্তার ঘটনায় মাহফুজুর রহমান অতুলকে গ্রেপ্তার করে র‌্যাব।

(ঢাকা টাইমস/২৩মে/এসএস/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন 
গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
এমপিও শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই থেকে বিশেষ সুবিধা পাচ্ছেন, অফিস আদেশ জারি
মির্জাপুরে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা