এনআরবি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত
এনআরবি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার (সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক) মো. আলী আকবর ফরাজী।
এবারের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৪-এর লক্ষ্য ছিল ব্যাংকের একটি টেকসই এবং স্থায়ী প্রবৃদ্ধি অর্জনের জন্য একটি কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতির ওপর প্রদান করা হয়েছে।
সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান বলেন, ‘আমাদের লক্ষ্য ব্যাংকে একটি ঝুঁকি ব্যবস্থাপনাকেন্দ্রিক মনোভাব এবং পরিবেশ তৈরি করা, যেখানে প্রত্যেক কর্মকর্তা যথাযথ ঝুঁকি শনাক্ত করবে এবং তা দ্রুততম সময়ে প্রশমিত করবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঝুঁকি তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখবে।’
আলী আকবর ফরাজী, ডিএমডি এবং সিআরও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ শাকির আমিন চৌধুরী কমপ্লায়েন্স রিস্ক ম্যানেজমেন্টের ওপর জোর দিয়েছেন মো. শাহীন হাওলাদার, বিজনেস রিস্ক ম্যানেজমেন্টের ওপর গুরুত্ব দিয়েছেন এবং আনোয়ার উদ্দিন, মানিলন্ডারিং ঝুঁকি প্রতিরোধ ব্যবস্থাপনা এবং বাস্তবায়নে করণীয় বিষয়বস্তুর ওপর জোর দিয়েছেন।
ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও ডিসিআরও মোহাম্মদ শওকত আলী, সিনিয়র ম্যানেজমেন্ট টিম, সকল বিভাগীয় প্রধান, শাখা প্রধান এবং বিভিন্ন শাখার অপারেশন ম্যানেজাররাও এই সম্মেলনে উপস্থিত ছিলেন। পাশাপাশি ঢাকার বাইরের শাখা প্রধান ও অপারেশন ম্যানেজাররা অনলাইনের মাধ্যমে উপস্থিত ছিলেন।(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)
মন্তব্য করুন