এবি ব্যাংকের মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন
এবি ব্যাংক মাস্টারকার্ড বিজনেস (ফাইনান্সিয়াল ইনক্লুশন) এবং মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডমেস্টিক) ২০২৩-২৪ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেছে।
এবি ব্যাংক এ বছর ফাইনান্সিয়াল ইনক্লুশন ক্যাটাগরিতে এককভাবে শীর্ষস্থান অর্জন করে।
এবি ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন জনাব তৃষিতা মওলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ।
(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)
মন্তব্য করুন