খেজুর আমদানিতে কমলো করভার, কতটা প্রভাব ফেলবে বাজারে?
আসন্ন রমজানে অত্যাবশ্যকীয় পণ্য খেজুরের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষে আমদানিতে করের ভার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ক্ষেত্রবিশেষে সম্পূর্ণ প্রত্যাহার করা হবে।
বৃহস্পতিবার দুটি আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজারমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার আমদানিনির্ভর খাদ্যপণ্যের শুল্ক-কর হ্রাস এবং ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ প্রত্যাহার করেছে।
এতে আরও বলা হয়, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে খেজুর আমদানির ওপর বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ এবং বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ মোট করভার ৬৩ দশমিক ৬০ থেকে কমিয়ে ৩৮ দশমিক ৭০ নির্ধারণ করা হয়েছে।
শুল্ক-কর কমানোর ফলে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় ৬০ থেকে ১০০ টাকা কমতে পারে। এছাড়া খেজুরের আমদানি ও বাজারে সরবরাহ বাড়তে। এতে রোজায় ইফতারির অপরিহার্য পণ্যটি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে আশা করেছে এনবিআর।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/এফএ)
মন্তব্য করুন