আলফাডাঙ্গায় সিটি ব্যাংক হেলেঞ্চা বাজার আউটলেটের গ্রাহক সমাবেশ
পাঁচ বছর পূর্তি উপলক্ষে সিটি ব্যাংক হেলেঞ্চা বাজার আউটলেট শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা বাজার আউটলেট প্রাঙ্গণে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডা. সানোয়ার হোসেনের সঞ্চালনায় ও সিটি ব্যাংক হেলেঞ্চা বাজার আউটলেটের এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড এজেন্ট ওউন্স জাবের হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বুড়াইচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া।
গ্রাহক সমাবেশে বক্তব্য দেন এরিয়া ম্যানেজার নাহিদুজ্জামান।অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আলফাডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষক বিমল কৃষ্ণ লস্কর, সাবেক বিআরডিবি চেয়ারম্যান মারজান মিয়া, সাংবাদিক রিয়াজ মুস্তাফিজ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওহাব পান্নু মিয়া বলেন, ইতোমধ্যে সিটি ব্যাংক হেলেঞ্চা বাজার আউটলেট শাখায় দুই হাজারের অধিক গ্রাহক তৈরি হয়েছে। সাড়ে তিন কোটি টাকার স্থায়ী ডিপোজিট করেছে।
সিটি ব্যাংক হেলেঞ্চা আউটলেটের এজেন্ট ওউন্স জাবের হোসেন বলেন, পাঁচ বছর ধরে নিষ্ঠা ও সততার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছি। সম্মানিত গ্রাহক ও এলাকাবাসীর সহযোগিতা ও আমাদের নিরবচ্ছিন্ন সেবায় পাঁচ বছর অতিক্রম করছে সিটি ব্যাংক হেলেঞ্চা বাজার আউটলেট শাখা।
(ঢাকা টাইমস/৩০নভেম্বর/এসএ)
মন্তব্য করুন