খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৫, ১৭:২৮
অ- অ+

সাউথইস্ট ব্যাংক পিএলসি. সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের বিশেষ সিএসআর তহবিলের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে। এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধাক্ষ অধ্যাপক ড. মো. নূর উন নবীর হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলোজি বিভাগের প্রধান অধ্যাপক মো. রেজাউল ইসলাম; এগ্রোটেকনোলোজি বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দীন খান, আবিদুর রহমান চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সি এস আর বিভাগের প্রধান মো. মুশফিকুর রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত সাউথইস্ট ব্যাংক ইতিপূর্বে শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকা; বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি , ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, গাজীপুর; চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটি, চট্টগ্রাম; সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি; হবিগঞ্জ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি; হাজী মোহাম্মদ দানেশ সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিকে অনুরূপ বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে।

এই আর্থিক সহায়তা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের কৃষি গবেষণা ও জাতীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সাউথইস্ট ব্যাংকের প্রতিশ্রুতির ধারাবাহিক প্রতিফলন।

(ঢাকা টাইমস/১০এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের
পূর্ব রাজাবাজারে রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে রাজউক চেয়ারম্যানের মতবিনিময়
চীনের বিশেষ হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
তিন দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা