থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের সহায়তায় আইএফআইসি ব্যাংকের রক্তদান কর্মসূচি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ মে ২০২৫, ১৮:০৫
অ- অ+

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচি আয়োজিত হয়েছে।

গত ২২ মে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হল-এ দিনব্যাপী এই কর্মসূচিতে ব্যাংকের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। তিনি ভবিষ্যতে এ ধরনের রক্তদান কর্মসূচি আরো বড় পরিসরে আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দা মাসুমা রহমান, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব এইচআর এন্ড লজিস্টিকস কে এ আর এম মোস্তফা কামাল এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আয়োজিত কর্মসূচি থেকে সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যবহার করা হবে।

(ঢাকা টাইমস/২৪মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্রীড়াপ্রেমীদের ঢল, অলিম্পিয়ানদের সম্মাননা দিলেন সেনাপ্রধান
আ.লীগ আমলের তিন নির্বাচন কমিশনের সিইসিসহ সবার পাসপোর্ট বাতিল
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৩- একটি অসমাপ্ত সকাল
যুদ্ধবিরতি নিয়ে মিথ্যা বলেছেন ট্রাম্প!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা