পোস্ট অফিসে ১ লাখ টাকা জমা রাখলে মাসে কত টাকা মুনাফা পাবেন?

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৫, ১০:১৬| আপডেট : ০৩ জুন ২০২৫, ১২:০১
অ- অ+

বেশিরভাগ বিনিয়োগকারী নিরাপদ বিনিয়োগ চান। রিটার্ন নিয়ে যেন চিন্তা না থাকে। লোকসান যেন না হয়। এটাই মূল কথা। এর সঙ্গে ভালো লাভ মিললে তো সোনায় সোহাগা। এই ধরনের পরিস্থিতিতে চিরন্তন বিনিয়োগ মাধ্যম, অর্থাৎ ফিক্সড ডিপোজিটই সবচেয়ে নিরাপদ। ২০২৫ সালে ডাক বিভাগের মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে (ফিক্সড ডিপোজিট) এক লাখ টাকা বিনিয়োগ করলে গ্রাহক প্রতি তিন মাস অন্তর কেমন মুনাফা পাবেন, সেই বিষয়ে নতুন হার ঘোষণা করেছে সরকার। সঞ্চয়কারীদের জন্য এটি হতে পারে একটি লাভজনক ও নিরাপদ বিনিয়োগের মাধ্যম।

ডাক বিভাগের তথ্যমতে, মুনাফা প্রদান করা হয় তিন মাস অন্তর। এই স্কিমে এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট করলে প্রতি তিন মাসে গ্রাহক পাবেন নিম্নরূপ পরিমাণ মুনাফা:

অর্থাৎ, তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে প্রতি তিন মাসে মুনাফা হিসেবে হাতে পাওয়া যাবে ২,৯২১ টাকা। বছরে মোট পাওয়া যাবে ১১,৬৮৪ টাকা (উৎসে কর বাদ দিয়ে)।

কিভাবে খুলবেন একাউন্ট?

এই সঞ্চয়পত্র খোলার জন্য যেতে হবে নিকটস্থ ডাকঘর এবং সোনালী, অগ্রণী, রূপালী বা জনতা ব্যাংকের নির্দিষ্ট শাখায়। ফিক্সড ডিপোজিট করতে যা লাগবে:

জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ

২-৩ কপি পাসপোর্ট সাইজ ছবি

একজন নমিনির তথ্য ও ছবি

টিন সার্টিফিকেট (৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগ হলে বাধ্যতামূলক)

প্রাথমিক জমার টাকা (নগদ বা চেক)

একজন ব্যক্তি সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। ফিক্সড ডিপোজিটের মেয়াদ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত হতে পারে।

অতিরিক্ত সুবিধা:

প্রতি ৩ মাসে মুনাফা উত্তোলনের সুযোগ

সরকার-নিয়ন্ত্রিত ও নিরাপদ বিনিয়োগ

অভিভাবক হিসেবে সন্তানদের জন্যও একাউন্ট খোলা যায়

বিশেষজ্ঞরা বলছেন, যারা ঝুঁকিমুক্ত সঞ্চয় চান এবং প্রতি তিন মাস অন্তর নির্ধারিত আয় পেতে আগ্রহী, তাদের জন্য এটি একটি কার্যকর ও লাভজনক ব্যবস্থা।

আপনি যদি নিজের সঞ্চয় নিরাপদ রাখতে চান, পোস্ট অফিসের এই স্কিম হতে পারে আপনার জন্য চমৎকার এক বিকল্প।

(ঢাকাটাইমস/৩ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন 
গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
এমপিও শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই থেকে বিশেষ সুবিধা পাচ্ছেন, অফিস আদেশ জারি
মির্জাপুরে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা