যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা ইতিহাস থেকে শিক্ষা নেন না: শিবির সেক্রেটারি
আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন না বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম।
শনিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম, একজন বুদ্ধিমান, একজন মেধাবী, একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তির করণীয় হচ্ছে তিনি কতটুকু এসেছেন এবং তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তিনি কোথায় যেতে চান আর সেটার জন্য তার কতটুকু রাস্তা এখনও বাকি আছে সেই ক্যালকুলেশনটুকু করা। আজ থেকে ৫০ বছর পর আপনি কোথায় থাকবেন সেই ক্যালকুলেশন আপনাকে করা উচিত। আমাদের এই বাংলাদেশ সত্যিকার অর্থে অপার একটি সম্ভাবনার দেশ। এই বাংলাদেশের সবকিছুই আছে অসংখ্য জনগোষ্ঠী ও জনশক্তি রয়েছে কিন্তু এই জনশক্তিকে আমরা জনসম্পদে রূপান্তর করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা।
তিনি বলেন, আজকের আয়োজন হচ্ছে আপনাদেরকে এই দেশের সম্ভাবনাগুলোকে নিজের জায়গা থেকে যতটুকু জানেন আর একটু নিজের দায়িত্ববোধকে জাগ্রত করে দেয়া। এদেশের মানুষগুলো আসলেই মজলুম, তারা সব সময় শুধু জীবন দেয় ভালো কিছু পাওয়ার প্রত্যাশায়। কিন্তু দেখা যায়, যারা এই দেশকে নেতৃত্ব দেয় সেই মানুষগুলো এদেরকে কিছু দিতে পারে না। তারা শুধু এই মানুষগুলোকে শোষণ করেই তাদের চেয়ার এবং তাদের পদবী দিয়ে তারা তাদের রাষ্ট্রীয় শাসনকে টিকিয়ে রাখে। এই ৫ তারিখ একটি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনকে মূল্যায়ন না করে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে তারা আবারও বোকামি করবে এবং এটির পরিণতি অতীতে যা হয়েছে তার মতোই হবে।
তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অতীত থেকে কেউ শিক্ষা গ্রহণ করি না। অতীতের ইতিহাস পড়া হয় এ জন্য যে, আপনি অতীত থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতের কার্যক্রমকে সেভাবে সাজাবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের রাষ্ট্রকে যারা পরিচালনা করেন তারা কখনও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন না। এজন্য আমরা তাদের প্রতি এই আহ্বান জানাবো। আর আপনারা যারা সচেতন আছেন আপনাদেরকে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। এদেশের জন্য আপনারা যেমন ভাববেন তেমনি পুরো পৃথিবীর মানুষের মানবতার কথা ভাবতে হবে।
বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহা. রেজওয়ানুল হকের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদ হাসান মিলনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন হাবিপ্রবি শিবিরের সেক্রেটারী শেখ রিয়াদ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ওয়াহিদুল ইসলাম আকিক এবং দিনাজপুর শহর শাখার সভাপতি রেজওয়ানুল ইসলাম প্রমুখ।
(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)
মন্তব্য করুন