উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সোমবার খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। এ বছর খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের ৩৪ বছর পূর্ণ করে ৩৫ বছরে পদার্পণ করেছে।
এদিন সকালে শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণকারী তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের নেতৃত্বে হাদী চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাদী চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠানে ১২৫ পাউন্ড ওজনের কেক কাটা হয় এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. জসিম উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ।
শুভেচ্ছা বক্তব্য দেন দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
অ্যালামনাইদের পক্ষ থেকে বক্তব্য দেন- অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কে এইচ মাযহাবুদ্দিন পল্লব, সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফজলে রেজা সুমন।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের মাহবুব আলম জুবায়ের। সমাপনী বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম।(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)
মন্তব্য করুন