পরীমনি এখন কার ‘লাভ’?

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ১৩:১৭| আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৩:১৮
অ- অ+

গাড়ির জানালায় আধো আলো আধো আধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। একটি আলোচিত চিত্রনায়িকা পরীমনির। অন্য কার তা অজানা। এমন একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, তিনি আবার প্রেমে পড়েছেন। তাতে প্রশ্ন উঠেছে, পরীমনি এখন কার লাভ (ভালোবাসা)?

নিজের ফেসবুকে বিতর্কিত এই নায়িকা ভিডিওটি পোস্ট করেছেন রবিবার। ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন, ‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন।’ বাংলায় যার অর্থ, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’

পরীমনির এই ভিডিও এবং ক্যাপশন দেখে নেটিগেরিকরা দুই ভাগে বিভক্ত। কেউ কেউ অভিনেত্রীর প্রশংসা করেছেন, অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ আবার তার অতীত টেনে মেতেছেন চরম কটাক্ষে। যদিও কারও মন্তব্যেরই জবাব দেননি ‘ডানা কাটা পরী’।

একাধিক সংসার পেতে এবং ভেঙে বেশ আলোচিত পরীমনি। শোনা যায়, এ পর্যন্ত তিনি চারটি বিয়ে করেছেন। দুটি নায়িকা হওয়ার আগে এবং দুটি নায়িকা হওয়ার পরে। এছাড়া একটি সম্পর্ক আংটি বদল পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু কবুল বলার আগেই ভেঙে যায় সেই বিয়ে।

এদিকে বিয়ে ছাড়াও একাধিক ব্যক্তির সঙ্গে পরীমনির সম্পর্কের কথা শোনা যায় খুব জোরেশোরে। যাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্ত্রী থাকার পরও পরীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে তিনি চাকরি পর্যন্ত হারিয়েছেন। পরীও হারিয়েছেন অনেক কিছু। তবু আছেন নিজের মর্জিতেই।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা