তারকাদের ঘন ঘন ডিভোর্স নিয়ে যা বললেন মৌসুমী হামিদ
শোবিজ অঙ্গণের মানুষদের কেন এত ঘন ঘন বিবাহ বিচ্ছেদ হয়- এ নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কথা বলেছেন ছোট ও বড় পর্দার সুপরিচিত অভিনেত্রী মৌসুমী হামিদ। তার নিজের সংসার জীবন কেমন কাটছে তাও খোলাখুলি জানিয়েছেন এই ‘‘লাক্স’ তারকা।
মৌসুমী হামিদ বলেন, ‘প্রতিটি মানুষ আলাদা। কারও ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটি সবার সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক না।’ তার দাবি, ‘শুধু শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না, মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।’
নিজের দাম্পত্য জীবন নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার সংসার খুব ভালো যাচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা মনে করি, সংসার অনেক কঠিন। কিন্তু এটি মোটেও কঠিন না। ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়া থাকে তাহলে সংসার পানির মতো সহজ।’
এ বছরেরই ১২ জানুয়ারি লেখক আবু সাইয়িদ রানাকে বিয়ে করেন মৌসুমী হামিদ। ১০ মাস পার। তাদের সংসারে কি নতুন অতিথি আসছে? মৌসুমী হামিদ বলেন, ‘এটা উপরওয়ালা জানে।’ অর্থাৎ, মা হবেন কিনা প্রশ্নে ধোয়াশা রাখলেন লম্বাদেহী এই অভিনেত্রী।
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এজে)
মন্তব্য করুন