বাবা মুসলিম মা হিন্দু, কোন ধর্ম পালন করেন শাহরুখপুত্র আরিয়ান?
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ধর্ম ইসলাম, তিনি সেটাই পালন করেন। তার স্ত্রী গৌরী খান হিন্দু ধর্মের। তিনিও সেই ধর্ম পালন করেন। এ নিয়ে তাদের কোনো দ্বিমত নেই।
তবে বর্তমানে চর্চায় যে বিষয়টি তা হলো- কিং খানের বড় সন্তান আরিয়ান খান কার ধর্ম পালন করেন? বাবা নাকি মায়ের?
এ প্রশ্নের জবাব অবশ্য অনেক আগেই দিয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। ধর্ম পালনের বিষয়ে তিনি জানান, ‘আমরা সমতা বজায় রাখি। আমি শাহরুখের ধর্মের ওপর শ্রদ্ধা রাখি। শাহরুখও আমার ধর্মকে সম্মান করে।’
সন্তানের কথা উল্লেখ করে গৌরী বলেন, ছেলেমেয়েরা বাবার ধর্মই বেছে নিয়েছে।
তিনি বলেন, ‘আরিয়ান আসলে শাহরুখকে মেনে চলে। তাই ও বাবার ধর্ম অনুসরণ করে। আমার মনে হয় ও নিজেকে মুসলিমই বলবে। ও যখন বলেছিল— আমি মুসলিম। আমার মা অবাক হয়েছিলেন। তবে মা কিছু মনে করেননি। বিষয়টির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন।’
গৌরী বলেন, ‘প্রতি রাতে প্রার্থনা করে তারপর ঘুমাতে যায় আরিয়ান। প্রথমে মায়ের মতো করে, তারপর বাবার মতো করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে।’
(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এজে)
মন্তব্য করুন