আইটিকেএ গ্লোবাল অ্যাওয়ার্ড পেলেন আলেকজান্ডার বো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৫, ২২:০১| আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২২:০৪
অ- অ+

দেশীয় চলচ্চিত্রে একসময় আলেকজান্ডার বোর ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। এখন অভিনয়ের পাশাপাশি নির্বাচন ও চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন আয়োজনে মাঝেমধ্যে তাকে দেখা যায়। সেই আলেকজান্ডার বো চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে চমকে দেন। বিজয়ী সব সদস্যের মধ্যে সর্বোচ্চ ২৮৬ ভোট পেয়ে আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

এই অভিনেতা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র শিকাগোতে কারাতে সর্বোচ্চ প্রশিক্ষণের পর ‘আইটিকেএ গ্লোবাল-২০২২ অ্যাওয়ার্ড পেয়েছেন। এতে ৫ম ড্যান ব্যাক বেল্ট ট্রেনিং ও পরীক্ষা দিয়েছেন। তাদের মধ্যে আলেকজান্ডার প্রথম হয়ে ডিপ্লোমা সনদ পেয়েছিলেন বলে জানান।

এছাড়াও এই আয়োজনে জাজ ট্রেনিং নিয়ে চ্যাম্পিয়নশিপে রেফারিতে অংশ নেন তিনি।

এরআগে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় ২০১৭ সালে সাউথ কোরিয়া সিলভার ও ২০১৮ সালে গোল্ড পদক বিজয়ী। এশিয়ান কারাতে ফেডারেশনের (AKF) আলেকজান্ডার কারাতে কুমিতে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া বিএফডিসি জাতীয় কারাতে দলের কোচ এই অভিনেতার মুক্তিপ্রাপ্ত সিনেমা ১৭২টি। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘ধ্বংস মানব’। শিগগিরই শুরু করবেন বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমার কাজ।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুজন নতুন ডিএমডি
৫ আগস্ট গভীর রাত পর্যন্ত সংসদ ভবনে লুকিয়ে ছিলেন শিরীন, পলকসহ ১২ জন
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার আসামি গ্রেপ্তারে ডিএমপির পূর্বানুমতি সংক্রান্ত সার্কুলার স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা