গাজায় ইসরায়েলি হামলায় ৫১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৩০| আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১১:৩৫
অ- অ+
শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিহ গভর্নরেটের খিয়ামে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উঠে

গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার কমপক্ষে ৫১ ফিলিস্তিনিকে হত্যা করেছে সামরিক বাহিনী। এছাড়া ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বেইত ফুরিকের অধিকৃত পশ্চিম তীরের গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে। খবর আল জাজিরার।

এদিকে একটি বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে বিমান হামলায় ১২ জন উদ্ধারকারী নিহত হওয়ার ক্ষোভের মধ্যে দক্ষিণ নাবাতিহে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই লেবানিজ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

হিজবুল্লাহ দেশটির উত্তরে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। বন্দর শহর হাইফাতে অন্তত পাঁচজন আহত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইসরায়েলে আনুমানিক ১১৩৯ জন নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি বন্দি করা হয়েছিল। এরপর গাজায় ইসরায়েলের গণহত্যায় কমপক্ষে ৪৩ হাজার ৭৯৯ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ তিন হাজার ৬০১ জন আহত হয়েছে।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন হাজার ৪৫২ জন নিহত এবং ১৪ হাজার ৫৯৯ জন আহত হয়েছে।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা