যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ০৯:২০| আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১১:৩২
অ- অ+

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে লেবাননের সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট লেবাননের এক শীর্ষ কর্মকর্তা সোমবার এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার এক পর্যায়ে সোমবার বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় পাঁচজন নিহত ও ৩১ জন আহত হয়েছে। হামলার পর থেকে দুইজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যক্রমের মধ্যে গত এক সপ্তাহ ধরে লেবাননের রাজধানী ও এর আশপাশের এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া অব্যাহত রেখেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তাবিষয়ক বিশেষ দূত আমোস জে. হোচস্টেইন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য শিগগির বৈরুতে আসবেন বলে আশা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা