রাশিয়ার বড় ধরনের বিমান হামলার আশঙ্কায় কিয়েভে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র
ইউক্রেনের ওপর রাশিয়া ভয়াবহ বিমান হামলা চালাতে পারে- এমন আশঙ্কায় কিয়েভে আজ বুধবার দূতাবাস বন্ধ করে দিয়েছে আমেরিকা।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান ও টাইমস অব ইন্ডিয়া।
কিয়েভের মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনসুলার অ্যাফেয়ার্স এক্স পোস্টে বলেছে, কিয়েভে মার্কিন দূতাবাস সম্ভাব্য গুরুত্বপূর্ণ বিমান হামলার নির্দিষ্ট তথ্য পেয়েছে। এজন্য দূতাবাস বন্ধ রাখা হবে। মার্কিন দূতাবাসের কর্মীদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, নির্দেশনা দেয়ার সাথে সাথে তারা যেন আশ্রয় কেন্দ্রে চলে যায়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থার তাসকে জানিয়েছেন, ১৯৬২ সালের কিউবা মিসাইল ক্রাইসিসের পর ক্রেমলিন এবং হোয়াইট হাউজের মধ্যে এই প্রথম স্পেশাল ইমর্জেন্সি হটলাইন চালু করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার জাতীয় পরমাণু নীতিতে পরিবর্তন এনেছেন এবং নতুন ডিক্রি জারি করেছেন। এই ডিক্রি অনুসারে মস্কো এখন ইউক্রেন ও তার মিত্রদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে অনুমতি পাওয়ার পর ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালায়। এরপর রুশ প্রেসিডেন্ট পরমাণু ডিক্রিতে পরিবর্তন আনেন।
ঢাকাটাইমস/২০নভেম্বর/ইএস
মন্তব্য করুন