অতিরিক্ত শুল্কারোপের পথে ট্রাম্প: সরবরাহ বন্ধের ঘোষণা চীনের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, ১২:৪৫| আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:২১
অ- অ+

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের পর তার প্রথম দিনেই চীন, মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ কর বলে ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। দুই দেশ বাণিজ্য যুদ্ধে জড়িয়ে যাবে- এমন ধারণাও করা হচ্ছে। চীন জানিয়েছে, অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে যুক্তরাষ্ট্রে পণ্য সরবরাহ বন্ধ করে দেবে দেশটি। খবর চায়না ডেইলির।

চীন সরকার ট্রাম্পের এই আকস্মিক ঘোষণাকে বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত হিসেবে দেখছে। তবে এই বাণিজ্য যুদ্ধ যদি শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্রকে সত্যিই চড়া মাশুল দিতে হবে।

পরমাণু সমৃদ্ধ দেশ চীন সমরাস্ত্রের দিক থেকে অসম্ভব শক্তিশালী। এই পরাশক্তিকে খায়েল করতে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো সামরিক ক্ষেত্রের পরিবর্তে অর্থনৈতিক ক্ষেত্রকে বেছে নিয়েছে। এর অংশ হিসেবেই চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার আগের মেয়াদেও চীনের বিরদ্ধে এই ধরনের উদ্যোগ নিয়েছিলেন।

২০২০ সালে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনও একই নীতি অবলম্বন করেছেন।

২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প চীনের বিরুদ্ধে একই ধরনের আক্রমণাত্মক মানসিকতায় রয়েছেন। ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের দিনই চীনের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্পের এ নীতির ব্যাপারে ওয়াশিংটন ভিত্তিক যুক্তরাষ্ট্রের থিংকট্যাংক সেন্টার ফর স্ট্র্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞ জুড ব্লাংকেট নিউইয়র্ক টাইমসকে বলেছেন, প্রথম দফার বাণিজ্য যুদ্ধের সময় বেইজিং মার্কিন শুল্ক আরোপের চাপ মেনে নিয়ে বরং সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চালায়। তবে বেইজিং এই চাপ আর মুখ বুজে সহ্য করবে না। সেই বার্তাই তারা এখন দিতে চায়।

বেইজিং মার্কিন বাণিজ্য যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘ দিন ধরে নিজেদের প্রস্তত করেছে।

২০১৮ সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যখন চীনের ওপর অর্থনৈতিক চাপ শুরু হয়, তখন থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করতে থাকে বেইজিং। মার্কিন কোম্পানিগুলোকে শায়েস্তা করতে চুক্তি পর্যালোচনাসহ প্রয়োজনীয় আইন পাস করে দেশটি।

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো যাতে তাদের শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে না পারে তা নিশ্চিত করাই ছিল এসব পরিকল্পনার উদ্দেশ্যে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
প্যানিক অ্যাটাক কী, কেন হয়, কতটা ভয়ানক, করণীয়ই বা কী?
ফেনীর রাজত্ব নিয়ে দুই হাজারীর দ্বন্দ্ব
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা