বরিশালে হাসানাতের ছেলে মঈন দুই দিনের রিমান্ডে

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৯:০৬
অ- অ+

বরিশালের দুই মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর মেজ ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে বরিশাল তৃতীয় বিচারিক আদালতের বিচারক নুরুল আমিন এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় গত ২৬ অক্টোবর রাতে গুলশান থেকে মঈনকে গ্রেফতার করা হয়। এরপর তিনি কাশিমপুর কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে বরিশালে দুটি মামলা থাকায় রোববার তৃতীয় বিচারিক আদালতে তাকে হাজির করা হয়।

বরিশাল কোর্ট ইন্সপেক্টর নাজমুল নিশাত বলেন, মঈনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় বিএনপির দায়ের করা পৃথক দুটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে বরিশাল আদালতে হাজির করা হয়েছিল।

মঈনের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড চায়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বরিশাল- আসনের সাবেক সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর মেজ ছেলে মঈন একজন ব্যবসায়ী। গত আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা হয়।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা