পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
পর্তুগালের লিসবনে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পর্তুগালের কমিউনিটি নেতা রানা তাসলিম উদ্দীনের নেতৃত্বে লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে পর্তুগালের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, ব্যবসায়িক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের মহান বিজয় দিবসকে ভিন্নভাবে আয়োজনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে আগামী ২৯ ডিসেম্বর রবিবার সকল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লিসবনের বাঙালি অধ্যুষিত মার্তিম মনিজ পার্কে বিজয় দিবস উদযাপন করার জন্যে দিন তারিখ ধার্য্য করা হয়।
বিজয় দিবস উদযাপন বাস্তবায়ন করার জন্যে সর্বসম্মতিক্রমে কমিউনিটি নেতা রানা তাসলিম উদ্দীনকে প্রধান করে একটি বাস্তবায়ন কমিঠি করা হয়।
বাস্তবায়ন কমিঠির অন্য সদস্যরা হলেন— রনি হোসাইন, আব্দুল ওয়াহিদ পারভেজ, আজমল আহমদ, মুহি উদ্দিন, আব্দুল হাকিম মিনহাজ, শাকির হাসান, মাসুম আহমদ, শহীদ আহমদ প্রিন্স, কায়েস আহমদ আব্দুল্লাহ, আশরাফুল আলম, রফিকুল ইসলাম বাবুল, কাঞ্চন আহমদ, হারুন উর রশীদ, মোহাম্মদ আফতাব উদ্দীন ভূইয়া, আমিরুল ইসলাম নয়ন, এনামুল হক, দিদারুল ইসলাম, লিটন আহমেদ, শিমুল সরকার, জহরুল ইসলাম মুন, মোহাম্মদ জিয়াউর রহমান, রবিউল ইসলাম, ফৌজিয়া খাতুন রানা, শারমিন আক্তার তুকি, হাফিজ আল আসাদ, শাহিন আহমদ, নাহাজ, জাবেদ রহমান, আতিকুর রহমান সুমন, শামসুল হক, স্বপনীল নিশান, আফজল হোসাইন, এমদাদুল হক স্বপন, আলমগীর হাসান, মিজান চৌধুরী, মোহঃ আজাদ হোসাইন, শামসুজ্জামান জামান প্রমুখ।
আলোচনা সভায় বিজয় দিবস উদযাপন নিয়ে রানা তাসলিম উদ্দীন বলেন, প্রবাসের মাঠিতে আমাদের দেশীয় কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরতে আমাদের এই আয়োজন। আশা করি পর্তুগালে বসবাসরত সকল শ্রেণির লোক আমাদের এই মহান বিজয় দিবসে অংশগ্রহণ করবেন এবং আমাদের বাস্তবায়ন কমিঠিতে যেসকল প্রবাসী ভাই এখনও অংশগ্রহণ করতে আগ্রহী সব সময় আপনাদের জন্যে উন্মুক্ত এখানে সবাই সমান। বিজয় দিবস উদযাপনকে সুন্দর ভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনে সদস্য সংযোজন বিয়োজন করবো আমরা।
এছাড়াও আলোচনা সভায় পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমদ এবং সদস্য সচিব ছায়েফ আহমদ সুইটের নেতৃত্বে পর্তুগাল বিএনপির একটি প্রতিনিধি দল উক্ত অনুষ্ঠানে যোগদান করেন। তারা বিদেশের মাটিতে এমন উদ্যোগ গ্রহণ করার জন্য সবাইকে সাধুবাদ জানান সেই সাথে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
(ঢাকা টাইমস/২৯নভেম্বর/এসএ)
মন্তব্য করুন