চাকরিপ্রত্যাশীদের পেট্রোবাংলা অবরোধ, ভেতরে আটকা কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১৪:৩০| আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৪:৩৩
অ- অ+

পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা।

‘ইচ্ছাকৃতভাবে’ মৌখিক পরীক্ষা স্থগিত করার অভিযোগে রবিবার বেলা ১১টা থেকে এই কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা।

অবরোধের কারণে অফিসের ভেতরে আটকা পড়েছেন পেট্রোবাংলার শত শত কর্মকর্তা-কর্মচারী।

আন্দোলনকারীদের অভিযো, পেট্রোবাংলার অধীন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে।

দ্রুত মৌখিক পরীক্ষা সম্পন্ন এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার এই এক দফা দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাবেন না বলে জানান।

তবে এ বিষয়ে পেট্রোবাংলার পক্ষ থেকে এখনো কেউ কোনো মন্তব্য করেননি।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, চালক নিহত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বাংলাদেশ
কলকাতায় হাসপাতাল ব্যবসায় ধস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা