রিমান্ডে থাকা দেশ টিভির এমডি আরিফ হাসপাতালে
হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে থাকা দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে হাসপাতালে নিয়েছে পুলিশ। বিমানবন্দর থানায় হওয়া একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে ছিলেন তিনি। আজ রিমান্ডের শেষ দিন ছিল।
সোমবার সন্ধ্যার পর আরিফ হাসানকে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয় বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন।
তিনি বলেন, শারীরিক চেকআপের জন্য আমরা তাকে হাসপাতালে নিয়েছি। তিনি সুস্থ আছেন।
এর আগে শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। (ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএম)
মন্তব্য করুন