মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, যা বললেন মুখপাত্র

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৫| আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১১:৩৭
অ- অ+

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আওয়ামী লীগসহ বাংলাদেশের অভ্যন্তরীণ নানা প্রসঙ্গ তুলেছেন ভারতীয় সাংবাদিক। এর মধ্যে রয়েছে ‘নূর হোসেন দিবসে’ আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণা ও সেটিতে বাধা প্রদান, কথিত সংখ্যালঘু নির্যাতন, বিতর্কিত সাংবাদিকদের আটক ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়।

স্থানীয় সময় সোমবার দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক ভারতীয় নারী সাংবাদিক বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নানা প্রশ্ন করেন। তিনি বলেন, “আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর শোনা যাচ্ছে। নারীদের ওপর হামলা, সংখ্যালঘুদের ওপর হামলা, সাংবাদিকদের জেল এবং প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন ছাত্রদের ৫ আগস্টের বিপ্লব দেশকে আবারও সেখানে নিয়ে যাচ্ছে যেখান থেকে এটির শুরু হয়েছিল। আমরা দেখেছি ভেদান্ত প্যাটেল এসবের নিন্দা জানিয়েছে।”

আরও পড়ুন>>সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার

আরও পড়ুন>> বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আর কখনোই মামলা-হামলা হবে না: আমিনুল হক

আরও পড়ুন>> ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে: রিজভী

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ ব্যাপারে কোনো কথা হয়েছে কি না— জানতে চান ওই সাংবাদিক।

জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, “বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কী কথা হয়েছে সেটি এখানে বলব না। তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করেছি, যেমনটা আমরা বিশ্বের সব দেশের কাছে করি যে, আমরা শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চাই না সরকার কোনোভাবে শান্তিপ্রিয় আন্দোলনে সহিংস দমনপীড়ন চালাক।”

এরপর বাংলাদেশের সংবিধান নিয়েও প্রশ্ন করেন ওই ভারতীয় নারী। সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার উদ্যোগের বিষয়ে প্রশ্ন করে বলেন, এ ব্যাপারে তার কিছু বলার আছে কি না। এর জবাবে মিলার বলেন, তিনি বিষয়টি টুকে রাখবেন এবং তাদের কিছু বলার আছে কি না দেখবেন।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা