ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে কাকরাইলে অনুসারীদের অবস্থান
আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা মাহাম্মদ সাদ কান্ধলভীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছেন তার অনুসারীরা।
মঙ্গলবার সকাল থেকে সড়কে অবস্থান নেন তারা।
আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তার অনুসারীরা। কিন্তু মাওলানা সাদের আসার অনুমতি না মেলায় এদিন সকালে অনুসারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এসময় পুলিশের বাধার মুখে পড়ে সড়কে অবস্থান নেন তারা। এ কারণে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
সড়কে অবস্থান নেওয়া তাবলীগ জামাতের এক ব্যক্তি বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের কথা হয়েছে। তারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের ১০ জনের একটি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে।
তিনি বলেন, ‘মওলানা সাদকে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যাচ্ছি। গত সাত-আট বছর ধরে আমাদের ওপর অনেক জুলুম-অত্যাচার করা হয়েছে। আমাদের আমিরের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছে। আমরা আর কোনো অবস্থাতেই এটা মানতে রাজি না। তার ব্যাপারে কোনো প্রকার বাধা বিপত্তি আমরা আর মানতে রাজি না।’
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এলএম/এফএ)
মন্তব্য করুন