পদত্যাগ করলেন হাইকোর্টের তিন বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৯:৩৭| আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৯:৫৫
অ- অ+

দুর্নীতি-অনিয়মসহ পেশাগত অসদাচরণের অভিযোগে পাঁচ বছর ধরে বিচারকাজ থেকে বিরত থাকা ‍হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক।

রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জানিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

দুর্নীতি-অনিয়মসহ পেশাগত অসদাচরণের অভিযোগে এই তিন বিচারপতিকে ২০১৯ সালের ২২ আগস্ট বিচারিক দায়িত্ব থেকে ‘সাময়িক অব্যাহতি’ দেওয়া হয়েছিল। এরপর থেকে তারা বিচারকাজের বাইরে ছিলেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গত ৭ নভেম্বর অভিযোগের বিষয়ে এই তিন বিচারপতির বক্তব্য গ্রহণ করে।

এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলেন অভিযুক্ত তিন বিচারপতি।

আইন মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক সংবিধানের ৯৬ (৪) অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতিকে উদ্দেশ করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করিয়াছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করিয়াছেন।

ঢাকাটাইমস/১৯নভেম্বর/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে বিশেষ বন্দিদের মোবাইল ব্যবহারের কোনো সুযোগ নেই: আইজি প্রিজন্স
পরিবারের সঙ্গে মিলেছে হারিছ চৌধুরীর ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ হাইকোর্টের
জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্ব শেষ করলো বাংলাদেশ
চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন ঢাকায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা