জিয়াউল আহসান কসাইয়ের মতো হত্যাকাণ্ড চালিয়েছে: তাজুল ইসলাম
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান কসাইয়ের মতো বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়েছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিএনপি নেতা ইলিয়াস আলীকে এই জিয়াই গুমের পর হত্যা করেন বলেও জানান তিনি।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক এনটিএমসি মহাপরিচালক জিয়াউল আহসানসহ সাবেক ৮ কর্মকর্তার শুনানি শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আরও পড়ুন>> মামুন-জিয়াউলসহ আটজনের বিষয়ে পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর
তাজুল ইসলাম বলেন, “অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা যে নজির দেখিয়েছেন তা দেখে শয়তানও ভয় পাবে।”
“এসব হত্যাকাণ্ডের বিচার হবে আন্তর্জাতিক মানদণ্ড মেনে, গোটা দুনিয়া দেখবে তাদের বিচার।” বলেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, আওয়ামী লীগের মতাদর্শের বাইরে গেলেই তাদের গুম, অপহরণ, হত্যাসহ নানা অপরাধ করেছেন জিয়াউল আহসান। তিনি বিভিন্ন সময়ে র্যাবের বিভিন্ন পদে ছিলেন এবং সবশেষে এনটিএমসির ডিজি হিসেবে কর্মরত ছিলেন। দেশে গুম এবং গুমের পরে পৈশাচিক অত্যাচার কালচারের জনক ছিলেন তিনি। তিনি নির্মম অত্যাচারের মাধ্যমে যাদের গুম করেছেন তাদের মধ্যে অনেকেই এখনও ফিরে আসেনি।”
এসময় তাজুল ইসলাম জানান, এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের প্রত্যেকের অপরাধ আদালতে তুলে ধরা হয়েছে। আদালত আগামী ১৯ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
(ঢাকাটাইমস/২০নভেম্বর/এলএম/এফএ)
মন্তব্য করুন