রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশুসহ সাতজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৪| আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৮
অ- অ+

রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশুসহ সাতজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

রবিবার ভোরে মিরপুর-১১ নম্বরের সি ব্লকের এভিনিউ-৫ এর একটি বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরে সকাল ৭টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন– আব্দুল খলিল (৪০), রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (০৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান বলেন, “দগ্ধদের মধ্যে আব্দুল খলিলের ৯৫ শতাংশ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ, মোহাম্মদের ৩৫ শতাংশ পুড়েছে। এই তিনজনকে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, চালক নিহত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বাংলাদেশ
কলকাতায় হাসপাতাল ব্যবসায় ধস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা