ক্যাডার নন-ক্যাডার মিলে পাঁচ বিসিএসে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৪:৫৪| আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৫:১০
অ- অ+

ক্যাডার ও নন-ক্যাডার মিলে নতুন করে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এসব নিয়োগ পাঁচটি বিসিএস থেকে করা হবে। এর মধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মোখলেস উর রহমান বলেন, ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জন, ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০ জন, ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ জন, ৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০ জন এবং ৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জন, ৪৪তম বিসিএসের ১ হাজার ৭৯১ জন, ৪৫তম বিসিএসে ১ হজার ৫৭০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ১১১ জন, ৪৭তম বিসিএসে ৩২৫ জন জনকে নিয়োগ দেওয়া হবে।

আদালতের রায় অনুযায়ী নতুন চাকরির ক্ষেত্রে কোটা বাস্তবায়ন করা হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস।

সচিব আরও জানান, উপসচিব থেকে যুগ্ম সচিব পদে প্রমোশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রশাসকদের ফিটলিস্ট নতুন করে তৈরি করা হবে। পাশাপাশি অতিরিক্ত সচিবদের গ্রেড ওয়ান দেওয়া হবে। এর ফলে তারা স্বস্তি নিয়ে অবসরে যেতে পারবেন। এছাড়া বিধি অনুযায়ী অন্য ক্যাডারদের পদোন্নতি দেওয়া হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/ডিএম)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
ববি বিজনেস ক্লাবের সভাপতি মিরাজ, সম্পাদক মিম
ফ্যাসিস্ট হাসিনার পতনে নরেন্দ্র মোদি কষ্টে আছে: ড. আবদুল কাদের
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার সব ধরনের চেষ্টা চলছে: মোশাররফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা