সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: সারজিস আলম
সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। মঙ্গলবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
তার স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘ধর্মকে টুল হিসেবে ব্যবহার করে কোনো ব্যক্তি, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
যেই জড়িত থাকুক না কেন, খুনের সর্বোচ্চ শাস্তি চাই। ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় নয়। বেশি ছাড় পেলে মাথায় উঠে নাচবে।
উগ্রপন্থীর বিচার তার ধর্ম দেখে হয় না, উগ্রপন্থীতা দেখে হবে।’
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় এক আইনজীবীর নিহতের ঘটনার পর ফেসবুকে এই হুঁশিয়ারি দিলেন সারজিস।
কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে এরইমধ্যে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন তার অনুসারীরা।
ঢাকাটাইমস/২৬নভেম্বর/আরএইচ/ইএস
মন্তব্য করুন