ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভবন অনুমোদনহীন? নকশা চেয়ে রাজউকের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, ১৮:১৩
অ- অ+

এবার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিরুদ্ধে। আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ব্যবসায়ী গোষ্ঠী ইউনাইটেড গ্রুপের অন্য আরও প্রতিষ্ঠানের মতো এটিও অনুমোদনহীন বলে সন্দেহ রাজউকের। কেননা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভবনের নকশা কিংবা অনুমোদনের কোনো নথি নেই রাউজক দপ্তরে। এমনটাই জানালেন রাজউকের একজন কর্মকর্তা।

রাজধানীর মাদানি এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে স্থাপিত শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ক্যাম্পাস নির্মাণে রাজউকের অনুমোদন আছে কি না তা জানতে সম্প্রতি চিঠি দিয়েছে রাজউক। সাত কার্যদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার রাজউকের একাধিক সূত্র ঢাকা টাইমসকে তথ্য নিশ্চিত করে।

এর আগে গত ৩ নভেম্বর মাদানি এভিনিউয়ে অনুমোদন ছাড়া ইউনাইটেড গ্রুপের প্রধান কার্যালয় গড়ে তোলায় ভবনটি কেন ভেঙে ফেলা হবে না তা জানতে চিঠি দেয় রাজউক। তবে নির্দিষ্ট মেয়াদ শেষ হলেও রাজউকের চিঠির কোনো উত্তর দেয়নি ইউনাইটেড।

জবাব না পেলেও ইউনাইটেডের অনিয়মের বিষয়ে বসে নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এবার অনিয়মের সন্ধান পেল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিষয়ে। সম্প্রতি পাঠানো রাজউকের চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির স্থাপিত ভবনের অনুমোদন বা নকশা রাজউককে সাত কার্যদিবসের মধ্যে সরবরাহ করতে বলা হয়।

ইউনাইটেড ইউনিভার্সিটিকে চিঠি দেওয়ার সত্যতা নিশ্চিত করে রাজউকের অথরাইজড কর্মকর্তা (জোন-৪/২) কায়সার পারভেজ ঢাকা টাইমসকে বলেন, ‘ইউনাইটেড ইউনিভার্সিটির ভবন নির্মাণের কোনো নকশা বা কাগজপত্র রাজউকে পাইনি আমরা। আমাদের কাছে মনে হয়েছে, ইউনাইটেডের প্রধান কার্যালয়ের মতো এটারও রাজউকের অনুমোদন নেই। তাই তাদের চিঠি দেওয়া হলো।’

অভিযোগ আছে, বিগত সরকারের আমলে আইনের তোয়াক্কা না করে রাজধানীর ভাটারা থানার মাদানী এভিনিউয়ে ইউনাইটেড গ্রুপের প্রধান কার্যালয়ের পাঁচতলা সুবিশাল ভবন নির্মাণ করা হয়। একই পন্থায় গড়ে তোলা হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভবন।

ব্যাপারে ইউনাইটেড ইউনিভার্সিটির বক্তব্য জানতে চাইলে প্রতিষ্ঠানটির জনসংযোগ পরিচালক আবু সাদাত বুধবার ঢাকাটাইমসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ভবন তৈরির অনুমোদন ২০১২-১৩ সালের দিকে ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া হয়। এরপর ভবন নির্মাণের কার্যক্রম শুরু হয়। তবে এটা তখন রাজউকের এরিয়া ছিল কি না বা রাজউক থেকে অনুমতি নিতে হবে- এমনটি জানা নেই। খোঁজ নিতে হবে।

পরে ইউনাইটেডের পক্ষ থেকে রাজউকে যোগাযোগ করে মৌখিকভাবে এ ব্যাপারে জানিয়েছে বলে জানান রাজউকের অথরাইজড কর্মকর্তা কায়সার পারভেজ। তিনি ইউনাইটেডকে তাদের বক্তব্য লিখিতভাবে দিতে বলেছেন।

এই ইউনাটেড গ্রুপের বিরুদ্ধে আইনের ব্যত্যয় ও অনিয়ম করে বিদ্যুৎকেন্দ্রসহ নানা প্রতিষ্ঠানের কার্যক্রম চালানোর অভিযোগ আছে। আর শিল্পগ্রুপের কর্তাব্যক্তিদের বিরুদ্ধেও অভিযোগের অন্ত নেই। কিন্তু তারা সব সময় থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে।

সম্প্রতি ইউনাইটেডের বিরুদ্ধে শুরু হয় অর্থপাচারের তদন্ত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এরই মধ্যে অর্থপাচারের প্রাথমিক কিছু তথ্য পেয়েছে। এছাড়া ৩০ সেপ্টেম্বর ইউনাইটেড গ্রুপের কর্ণধার হাসান মাহমুদ রাজা, চেয়ারম্যান এমডি মঈনউদ্দিন হাসান রশিদ গ্রুপের কর্মকর্তা কর্নেল (অব.) আফজালের বিরুদ্ধে করা হয় একটি হত্যা মামলা। ছাত্র আন্দোলনে ঢাকার প্রগতি সরণিতে গুলিবিদ্ধ হয়ে নিহত বাহাদুর হোসেন মনিরের বাবা আবু জাফর মামলাটি করেন।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এসএস/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা