সবাই মিলে কাজ করলে দেশের ক্রান্তিলগ্ন থেকে বের হওয়া যাবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ১৩:০১| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:১৬
অ- অ+

দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “সবাই মিলে কাজ করলে দেশের ক্রান্তিলগ্ন থেকে বের হওয়া যাবে বলে মন্তব্য করেছেন ।“

রবিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদেরকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে বলেন, “মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এ অবস্থান।”

দেশের শান্তি রক্ষায় সেনাবাহিনী দিনরাত আইনশৃঙ্খলা রক্ষার কাজে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ২০২৩-২০২৪ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২৮ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন।

পদক পাওয়া সদস্যদের মধ্যে ৫ জন সেনাবাহিনী পদক, ৫ জন অসামান্য সেবা পদক ও ১৮ জন বিশিষ্ট সেবা পদক পেয়েছেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ও শুভেচ্ছা উপহার দেন ।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবর মিথ্যা: সিএ প্রেস উইং
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
প্যানিক অ্যাটাক কী, কেন হয়, কতটা ভয়ানক, করণীয়ই বা কী?
ফেনীর রাজত্ব নিয়ে দুই হাজারীর দ্বন্দ্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা