তুরাগতীরে শেষ হলো পাঁচ দিনের জোড় ইজতেমা

মো. রাজীব হোসেন, টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:১৪| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৫
অ- অ+

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে টঙ্গীর তুরাগতীরে তাবলিগ জামাতের পাঁচ দিনের জোড় ইজতেমা। বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ, ক্ষমাপ্রার্থনা মঙ্গল কামনা করা হয় মোনাজাতে।

মঙ্গলবার ( ডিসেম্বর) ইজতেমার ময়দানে সকাল ৯টা মিনিটে শুরু হয়ে ৯টা ২০ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত। দোয়া পরিচালনা করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আখেরি মোনাজাতে লক্ষাধিক মুসল্লি শরিক হন।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের আয়োজনে গত শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে জোড় ইজতেমা শুরু হয়।

এর আগে ভারতের মাওলানা আব্দুর রহমান দিকনির্দেশনামূলক বয়ান করেন। ফজরের নামাজের পর থেকে হেদায়তি বয়ান হয়। যারা আল্লাহপাকের রাস্তায় তাবলিগে বের হবেন তাদের জন্য দিকনির্দেশনা দেন তিনি। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল মতিন।

পরে, নসীহতমূলক বক্তব্য পেশ করেন ভারতের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ান তরজমা করেন মাওলানা জুবায়ের (বাংলাদেশ) নসিহতমূলক বয়ানের পরপরই দোয়া দোয়া পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম দেওলা।

তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বলেন, এই আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) পাঁচ দিনের জোড়-ইজতেমার আনুষ্ঠানিকতা।

জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত জোড় ইজতেমায় চারজন মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন-রংপুরের কোতোয়ালি থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মুকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫), দিনাজপুর সদরের মোস্তাপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮), সিরাজগঞ্জ সদরের শহিদুল ইসলাম (৬৫) আব্দুল হাকিম আকন্দ (৭২)

২০২৫ সালে দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে সরকার, প্রত্যাশা মঈন খানের
জিকে শামীম ও তার মায়ের দুর্নীতি মামলার রায় ৩০ জানুয়ারি
বিমানে মেলেনি কোনো বোমার আলামত
সংস্কার করতে একবছরের বেশি লাগার কথা নয় : নজরুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা