বাংলাদেশের সঙ্গে সম্পর্কে আন্তরিকতা বাড়াতে যা দরকার ভারত করবে: প্রণয় ভার্মা
যা কিছুই ঘটুক না কেন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক অক্ষুণ্ন থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বলেন, ‘এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরও আন্তরিকতা বাড়াতে যা করার দরকার ভারত সরকার তাই করবে।’
জরুরি তলবের পর মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজিরা শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাইকমিশনার। পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে একথা বলেন।
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে তাকে জরুরি তলব করে সরকার। মঙ্গলবার বিকাল ৪টায়পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান তিনি।
সাংবাদিকদের প্রণয় ভার্মা বলেছেন, একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক আটকে থাকার কোনও কারণ নেই। আমাদের সম্পর্ক বহুমাত্রিক। যাই ঘটুক, ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে কাজ করে যাবে। ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে দুই দেশের পারস্পরিক নির্ভরতার সম্পর্ক কখনও বাধাগ্রস্ত হবে না।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা কাজ করতে ইচ্ছুক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। নিরাপত্তা অগ্রগতি ও উন্নয়নের জন্যে একসাথে কাজ করার আগ্রহ আছে।
প্রসঙ্গত, সোমবার দুপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে কোনও অবস্থাতেই কূটনৈতিক সম্পত্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশের পাশাপাশি ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি ভারতকে স্মরণও করিয়ে দেওয়া হয়। এর একদিন পরই ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এলএম/এমআর)
মন্তব্য করুন