বাংলাদেশের সংবাদমাধ্যমই পারে ভারতীয় অপপ্রচারের জবাব দিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে নানা অপপ্রচার শুরু করে ভারতীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও হিন্দু মন্দিরে হামলার কাল্পনিক খবর প্রকাশ করছে এসব গণমাধ্যম।
এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “ভারতীয় মিডিয়া নগ্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। বাংলাদেশি সংবাদমাধ্যমই পারে তার জবাব দিতে।”
বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে উপলক্ষে রাজধানীর পূর্বাচলে সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় “বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই” বলে উল্লেখ করেন উপদেষ্টা।
বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য নিয়ে তিনি বলেন, “আমার মনে হয় ভারতেরই শান্তিরক্ষী প্রয়োজন। উনি হয়তো ভুলে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে বলেছেন।”
(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এফএ)
মন্তব্য করুন