বিভিন্ন রুটে কেমন হচ্ছে ঈদযাত্রা?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৫, ০৯:৫৫| আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১১:২৭
অ- অ+
ফাইল ফটো

এবার ঈদ উপলক্ষে টানা নয় দিনের ছুটি পাওয়ায় ধাপে ধাপে ঢাকা ছাড়ছে মানুষ। এতে যাত্রা অনেকটাই নির্বিঘ্ন হচ্ছে। প্রতিবার ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে ঈদযাত্রায় দুর্ভোগ পোহাতে হয় মানুষকে। এবার গাড়ির চাপ বাড়লেও চার লেনের ফলে যানজট নেই। বাইপাস চালু করায় চন্দ্রার ত্রিমোড়েও নেই কোনো ঝঞ্ঝাট। তবে আজ শনিবার কলকারখানায় ছুটির পর যাত্রীর ঢল নামতে পারে। সেক্ষেত্রে যানজটের আশঙ্কা রয়েছে।

এদিকে শুক্রবারও ট্রেন নির্ধারিত সময়ে চলেছে। পদ্মা এবং যমুনা সেতুতে চলাচল দ্বিগুণ হলেও টোল আদায়ে ছিল অচলাবস্থা।

স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে যানজটের সৃষ্টি হয়। নামি পরিবহনগুলো আগের ভাড়া নিলেও লোকাল বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রী ধরতে বছরের অন্য সময় কম ভাড়া নিলেও ঈদে সরকার নির্ধারিত ভাড়ার নামে দ্বিগুণ-তিন গুণ টাকা নিচ্ছে এসব বাস।

গতকাল সরজমিনে দেখা গেছে, রাজধানীর গাবতলী ও মহাখালী এলাকায় যাত্রীর ভিড় ছিল। গাবতলী-বরিশাল রুটে ৪০ আসনের বাসে সরকার নির্ধারিত ভাড়া ৭১২ টাকা। গাবতলী-পটুয়াখালী ৮১৯, গাবতলী-যশোর ৬৭৯, গাবতলী-বাগেরহাট ৮৯৩ ও গাবতলী-সাতক্ষীরা ৯২০ টাকা। তবে একটি পরিবহনে ঢাকা-সাতক্ষীরার ভাড়া হাজার টাকা নিতে দেখা যায়। স্বাভাবিক সময়ে ৫০০ টাকা নেওয়া হলেও এখন সরকারি চার্ট ঝুলিয়ে হাজার টাকা নিচ্ছে।

মহাখালী ঘুরে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ রুটে বিভিন্ন পরিবহনের বাসে ৪০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অথচ এ রুটে সরকার নির্ধারিত ভাড়া ৩১৫ টাকা। অন্য সময়ে ১৫০ থেকে ২০০ টাকা নেওয়া হতো এসব বাসে। চালক ও মালিকদের যুক্তি, বাড়তি নয়, শেষ গন্তব্যের সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছেন তারা।

এদিকে সিরাজগঞ্জ ও গাইবান্ধা প্রতিনিধি জানিয়েছেন, এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়কে তেমন কোনো দুর্ভোগ নেই। তবে গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে দুর্ভোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দুই এলাকায় যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা ও সড়কের উভয় পাশে অবৈধ দোকানে গাড়ির গতি ধীর হচ্ছে।

শুক্রবার বিকেলে পলাশবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের তৎপরতার মধ্যেই ধীরগতিতে চলেছে যানবাহন। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) রাস্তা সম্প্রসারণ কাজ করছিল। একই চিত্র ছিল গোবিন্দগঞ্জে।

ভূমি অধিগ্রহণ জটিলতায় এলেঙ্গা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ মোড়ে নির্মাণকাজ সম্পন্ন হয়নি।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলাম বলেন, “যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন।”

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, “গোবিন্দগঞ্জ-পলাশবাড়ী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ফ্লাইওভারের কাজ চলায় যান চলাচলে কিছুটা সমস্যা হলেও যানজট নেই।”

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে একাধিক দুর্ঘটনা ঘটে। এ কারণে গজারিয়ায় গতকাল বেলা ১১টা পর্যন্ত যানজট হয়। হাজারো যাত্রী দুর্ভোগ পোহান গরমে। গতকাল সকালে বাউশিয়া এলাকায় মানা-বে ওয়াটার পার্কের সামনে প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষে সড়ক বন্ধ হলে যানজট সৃষ্টি হয়। বেলা ১১টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরায় পুলিশ।

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি জানান, সড়কে যাত্রী ওঠানামা, সদরের হোতাপাড়ায় দুর্ঘটনার কারণে ঢাকা-উত্তরবঙ্গ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে গতকাল যানবাহন চলেছে ধীরগতিতে।

চান্দনা চৌরাস্তা এলাকায় দেখা যায়, হাজার হাজার যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন। কেউ উঠেছেন বাসের ছাদে, কেউ আবার পরিবার নিয়ে পিকআপ, ট্রাকে চড়ে গন্তব্যে যাচ্ছেন দ্বিগুণ-তিন গুণ ভাড়া দিয়ে।

ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও দীর্ঘ যানজট নেই। শুক্রবার দুপুর ১২টার দিকে শম্ভুগঞ্জ মোড়, পাটগুদাম ব্রিজ থেকে বাইপাস মোড় হয়ে দিঘারকান্দা পর্যন্ত কিছুটা যানজট হয়।

পাটুরিয়া ও আরিচা ঘাটে গতকাল যাত্রী বেড়েছে বলে জানিয়েছেন শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি। ফেরি পারাপারে বাসের দীর্ঘ সারি দেখা যায়।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের
পূর্ব রাজাবাজারে রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে রাজউক চেয়ারম্যানের মতবিনিময়
চীনের বিশেষ হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
তিন দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা