ঢাকার বড় ঈদ জামাতের মোনাজাতে দ্রুত নির্বাচন কামনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২৫, ১৫:০১
অ- অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত পুরাতন বাণিজ্যমেলার মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতে দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়েছে। একইসঙ্গে একটি সুন্দর নির্বাচন যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায় তার জন্যও প্রার্থনা করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরে বাংলা নগরের এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের এ আয়োজন করে সিটি কর্পোরেশন। ঈদ জামাত শেষে বিশেষ মোনাজাত করা হয়।

জামাতের ইমামতি করেন ক্বারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

মোনাজাতে গোলাম মোস্তফা বলেন, “যারা এত সুন্দর একটি ঈদ জামাতের আয়োজন করেছে আগামীতে তাদের আরও বড় পরিসরে আয়োজনের তৌফিক দিক। তাদের নেক হায়াত দান করুক।”

তিনি বলেন, “এখানে উপদেষ্টারা আছেন। দেশের শান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করছেন। আমরা প্রার্থনা করি, আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে যেন তারা নির্বাচন দিতে পারেন।”

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা