মোদিকে ছবি উপহার দিলেন ড. ইউনূস, কী আছে ছবিতে? 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৫, ১৬:১২| আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৬:১৯
অ- অ+

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। এসময় ড. ইউনূস মোদিকে একটি ছবি উপহার দিয়েছেন।

ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আট মাসের মাথায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠক হলো।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইতে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদানের সময়কার। সেই মুহূর্তের বাঁধাই করা ছবিটি আজ নরেন্দ্র মোদিকে উপহার দেন প্রধান উপদেষ্টা।

ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০২তম সংস্করণ ২০১৫ সালে ৩ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল। মুম্বাই বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটির উদ্বোধন করেছিলেন। এই কংগ্রেসে প্রাচীন ভারতীয় বেদের ওপর অধ্যয়ন এবং গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছিল।

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার
কুয়েটের ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি এনসিপির
উত্তরা কৃষক লীগের সহ-সভাপতি নেতা হানিফ গ্রেপ্তার
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি: কোহিনুর কেমিক্যালের সুপারভাইজার বিধান বাবু আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা