লঞ্চে মুমূর্ষু নবজাতককে মেডিকেল সহায়তা দিল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৫, ২০:২৭| আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ২০:৩০
অ- অ+

বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ‘কর্ণফুলী -৩’ এর মুমূর্ষু নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল ১১ টায় বরিশাল থেকে ঢাকাগামী ‘কর্ণফুলী -৩’ লঞ্চে অক্সিজেনরত অবস্থায় একটি নবজাতক শিশুকে নিয়ে মো. সবুজ (২৮) ও মোছা লিজা আক্তার (২৫) ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে অক্সিজেন শেষ হয়ে গেলে নবজাতকের অভিভাবকগণ কোস্ট গার্ডের শরণাপন্ন হন।

খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক অতিদ্রুত মেডিকেল সহায়তা প্রদানের জন্য ৫ সদস্যের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে নবজাতককে প্রাথমিকভাবে অক্সিজেন সহায়তা প্রদান করে এবং উন্নত চিকিৎসার জন্য অভিভাবকসহ চাঁদপুর সদর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ডের সহায়তায় নবজাতকের আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও বলেন, উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার
কুয়েটের ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি এনসিপির
উত্তরা কৃষক লীগের সহ-সভাপতি নেতা হানিফ গ্রেপ্তার
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি: কোহিনুর কেমিক্যালের সুপারভাইজার বিধান বাবু আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা