ডিএনসি ঢাকা উত্তরের সহকারী পরিচালক ও পরিদর্শককে বদলি, নেপথ্যে কী?

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন ও গুলশান সার্কেলের পরিদর্শক মো. আতাউর রহমানকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে।
রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন, অর্থ ও পরিকল্পনাকারী) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনের তথ্যমতে, ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেনকে কিশোরগঞ্জ জেলা কার্যালয় সহকারী পরিচালক ও মো. আতাউর রহমানকে খাগড়াছড়ি জেলার পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক সূত্র ঢাকা টাইমসকে জানান, সম্প্রতি রাজধানীর বনানীর একটি সিসা লাউঞ্জে অভিযানে গিয়ে সরকারি নীতি-নৈতিকতা বহির্ভূত কর্মকাণ্ড করেন এনায়েত হোসেন নেতৃত্বাধীন টিম। যেখানে গুলশান সার্কেলের পরিদর্শক আতাউরসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালীন এক যুবককে এনায়েত হোসেন মারধর করেন, যার সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া অভিযুক্ত না হওয়া স্বত্বেও সেখান থেকে গ্রেপ্তারের ঘটনাও ঘটিয়েছেন। এ কারণে এই দুই কর্মকর্তাকে বদলিসহ তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে ডিএনসি।
এছাড়া তাদের বিরুদ্ধে বিগত সরকারের সুবিধাভোগের অভিযোগ উঠে এসেছে বিভিন্ন মাধ্যমে। যেখানে নবম গ্রেডের কর্মকর্তারা ডিএনসির সহকারী-পরিচালক হওয়ার কথা সেখানে দশম গ্রেডের কর্মকর্তা হয়েও অদৃশ্য উপায়ে ভারপ্রাপ্ত হিসেবে সহকারী পরিচালকের দায়িত্ব বাগিয়ে নেন এনায়েত হোসেন।
অন্যদিকে মোটা অঙ্কের টাকা দিয়ে আতাউর রহমান গুলশানের মত সার্কেলে দায়িত্ব নেন বলেও সূত্রের খবর।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ের উপ-পরিচালক মো. শামীম আহমেদ ঢাকা টাইমসকে বলেন, বদলি আমাদের একটি স্বাভাবিক প্রক্রিয়া। সেই হিসেবেই তাদের দুজনকে বদলি করা হয়েছে।
এছাড়া অভিযোগের প্রশ্নে সুনির্দিষ্ট কোনো উত্তর দেয়নি তিনি। তবে তাদের বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক অভিযোগগুলো নিয়ে তদন্ত হচ্ছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১৩মার্চ/এজে)

মন্তব্য করুন