সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক মারা যাননি, কারাগারে সুস্থ আছেন: কারা অধিদপ্তর

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত সাড়ে ১১টায় ঢাকায় ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তবে এ বিচারপতির মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলে প্রচার করছেন।
এমন পরিস্থিতিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিচারপতি মানিক বর্তমানে কাশিমপুর কারাগার-২ এ বন্দি রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।
এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, “সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তিনি কাশিমপুর কারাগার-২ এ রয়েছেন। এটি একটি ভিত্তিহীন গুজব।”
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির হাতে আটক হন সাবেক এই বিচারপতি। পরদিন ২৪ আগস্ট ভোরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারপর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন।
কারা কর্তৃপক্ষ সবার প্রতি গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছে এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।
(ঢাকাটাইমস/২৬মে/এলএম/এফএ)

মন্তব্য করুন