ন্যায্য মূল্যে নিষ্ঠার সঙ্গে ব্যবসা করার আহ্বান মোহাম্মদপুর কাঁচা বাজার দোকান মালিক সমিতির

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৪, ২২:৩৮
অ- অ+

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কঠোর অবস্থান নিয়ে ন্যায্য মূল্যে সৎ ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছে মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি।

একই সঙ্গে কৃষিমার্কেটে নির্মাণাধীন মার্কেটটি আগামী ১লা জানুয়ারি ২০২৫ উদ্ভোধনের মধ্য দিয়ে ব্যবসায়ীদের দোকান হস্তান্তরের আশাবাদ পুনর্ব্যক্ত করা হয়েছে।

বুধবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে 'মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি' এর নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে এক তলবি সভার মধ্য দিয়ে যাত্রা শুরু করে নতুন কমিটি। এসময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যবসায়ী মো. আব্দুল লতিফ।

সভায় নবগঠিত ১৩ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. মামুন হোসেন এবং মাওলানা আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় ।

মো. আব্দুল লতিফ বলেন, দিন দিন চাঁদাবাজি বাড়ছে। যার ফলে নিত্যপণ্যের দাম অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। আপনাদের ব্যবসায়ীদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলে এই চাঁদাবাজদের রূখে দেয়া খুবএকটা কঠিন কাজ হবে না। আপনাদের কাছে আমাদের একটায় অনুরোধ, আপনারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। কঠোর হাতে দমন করবেন তাদের। সৎ ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করবেন।

তিনি বলেন, আজকের সভায় গঠিত নব কমিটির প্রতিটা সদস্যের কাছে আমার একটায় অনুরোধ আপনারা নিয়মিত মনিটরিং করবেন সবকিছু। কোনো চাঁদাবাজ ও অসাধু ব্যবসায়ীর স্থান এই কৃষিমার্কেটে হতে দেবেন না।

নির্মাণাধীন মার্কেটের কথা উল্লেখ করে তিনি বলেন, সুন্দরভাবে ব্যবসা পরিচালনার জন্য আপনাদের জন্য একটি আধুনিক মার্কেট তৈরি হচ্ছে। আমরা আশা করছি নির্মাণাধীন মার্কেটটি আগামী ১লা জানুয়ারি ২০২৫ উদ্ভোধনের মধ্য দিয়ে আপনাদের কাছে দোকান হস্তান্তর করতে পারবো।

সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন, সভাপতিত্ব করেন মো. মামুন হোসেন ও সঞ্চালনা করেন মাওলানা আব্দুল হান্নান। এছাড়াও প্রায় সভায় প্রায় ৪০০ দোকান মালিক ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এমআই)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা