বনানীতে মুক্তিপণের টাকা নিতে গিয়ে অপহরণকারী গ্রেপ্তার, প্রাইভেটকারসহ ব্যবসায়ী উদ্ধার
রাজধানীর গুলশান থেকে অপহৃত ব্যবসায়ী মো. আইয়ুব খানকে উদ্ধার করেছে পুলিশ। এসময় মুক্তিপণ দাবিকারী অপহরণকারী চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম রিপন (২৮)।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বনানীর হোটেল শেরাটনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।
পুলিশ জানায়, অপহরণের পর অপহৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা নিতে গিয়ে গ্রেপ্তার হন রিপন। পরবর্তীতে তার দেওয়া তথ্যে ভুক্তভোগীকে তার প্রাইভেটকারসহ উদ্ধার করা হয়।
বুধবার বিকালে ডিএমপির গুলশান জোনের সহকারী-পুলিশ কমিশনার (এসি) জিয়াউর রহমান ঢাকা টাইমসকে এসব তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী মো. আইয়ুব খান কেনাকাটা করে প্রাইভেটকারযোগে গুলশানের নিজ বাসায় ফিরছিলেন। তিনি গুলশান-২ এর ৯৮ নম্বর রোড এলাকায় পৌঁছলে দুষ্কৃতকারীরা গাড়ি থেকে ড্রাইভারকে টেনেহিঁচড়ে নামিয়ে দেয়। আর মো. আইয়ুব খানকে প্রাইভেটকারসহ অপহরণ করে। পরবর্তী সময়ে মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের স্ত্রীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় ওই দিন ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণ চক্রকে গ্রেপ্তারে তৎপর হয়।
পরবর্তীতে ওই ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে মুক্তিপণের টাকা নিতে এলে রিপনকে বনানীর হোটেল শেরাটনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বনানীর ৯ নম্বর রোড এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। তবে এসময় অপর অপহরণকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জিয়াউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রিপন মুক্তিপণ আদায়ের জন্য ব্যবসায়ী মো. আইয়ুব খানকে অপরহণ করেছিলেন মর্মে স্বীকার করেছেন। গুলশান থানার মামলায় গ্রেপ্তারকৃত রিপনকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত ও অপহরণের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এলএম/ইএস)
মন্তব্য করুন