চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন ঢাকায় গ্রেপ্তার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে খিলক্ষেত থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সাবেক এই উপজেলা চেয়ারম্যান জেসিকা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান।
পুলিশ বলছে, জসীমকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লা মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:- জসীমের হাজার কোটির সম্পদ! নিজেকে বাঁচাতে খুঁজছেন রাজনৈতিক সুযোগ, এখন আত্মগোপনে?
জানা গেছে, ভাগ্যের সন্ধানে মধ্যপ্রাচ্যে যাওয়া জসীম অল্প দিনেই হাজার কোটি টাকা সম্পদের মালিক বনে গিয়েছেন। টাকার খেল দেখিয়েই হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের আশ্রয় পাওয়া জসীমের বড় শক্তি ছিল সাবেক দুই পুলিশপ্রধান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিল তার মাখামাখা সম্পর্ক।
(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এজে)
মন্তব্য করুন