পল্লবীতে বাইক সার্ভিসিংয়ের দোকানে শিশুর পেটে হাওয়া ঢুকিয়ে হত্যা, গ্রেপ্তার ১

রাজধানীর পল্লবীতে বাইক সার্ভিসিংয়ের দোকানে গাড়িতে হাওয়া দেওয়া মেশিনের (কমপ্রেশার) সাহায্যে পেটে বাতাস গ্যাস ঢুকিয়ে ৪ বছরের শিশু হত্যার ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম- আবু বকর সিদ্দিক।
মঙ্গলবার সন্ধ্যায় পল্লবীর বাউনিয়াবাদের একটি বাইক সার্ভিসিং দোকানে এই ভয়ংকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির বড় ভাই জিহাদ দোকানটিতে কাজ করেন। শিশুটি ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে তাকে খুঁজে পাইনি। এসময় দোকানের মালিক সুজন ও তার ১২ বছর বয়সী কর্মচারী আকাশ শিশুর পায়ুপথে হাওয়া দেয়। এসময় শিশুটি চিৎকার, কান্না করলেও থামেনি তারা। এক পর্যায় পেট ফেটে শেষ মারা যায় শিশুটি।
পল্লবী থানা সূত্রে জানা যায়, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে দোকানের মালিক সুজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে পল্লবী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ‘এটি চরম অমানবিক হত্যাকাণ্ড। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
এদিকে এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছে। তারা এই পাশবিকতার দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যেন এমন ঘটনা আর কোনো পরিবারের হৃদয় ছিঁড়ে না দেয়।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এলএম/এমআর)

মন্তব্য করুন