‘প্রজন্মান্তরের অভিজ্ঞতা বিনিময় ও আগামীর পথচলা’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৫, ২০:৪৭
অ- অ+

ঢাকা আহ্ছানিয়া মিশনের প্লাটফর্ম ডাম ক্লাব ২৫-র উদ্যোগে ‘প্রজন্মান্তরের অভিজ্ঞতা বিনিময় ও আগামীর পথচলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সংস্থার মিশন পরিবারে যারা ২৫ বছর থেকে সেবা প্রদান করেছে বা করছেন তাদের নিয়ে গঠিত হয়েছে সংগঠনটি।

বুধবার বিকালে ডাম ক্লাব২৫-এর আয়োজনে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ডাম ক্লাব ২৫ সদস্য নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ডাম ক্লাব ২৫ সভাপতি আনছার আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহ-সভাপতি ডা. খলিলউল্লাহ ও এক্সিকিউটিভ কমিটির সদস্য মতিউর রসুল। এসময় সারসংক্ষেপ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ডাম ক্লাব২৫-এর উপদেষ্টা ড. এম এহছানুর রহমান।

স্মৃতিচারণ করেন ডাম ক্লাব২৫ সদস্য ইকবাল মাসুদ।

অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ওয়াশ সেক্টরের সাবেক প্রধান উম্মে ফারওয়া ডেইজি, সিনেডের সাবেক সিইও এবং প্রশিক্ষণ ও উপকরণ উন্নয়ন বিভাগের সাবেক পরিচালক শাহনেওয়াজ খান প্রমুখ।

(ঢাকা টাইমস/২৮মে/এসএস/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন 
গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
এমপিও শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই থেকে বিশেষ সুবিধা পাচ্ছেন, অফিস আদেশ জারি
মির্জাপুরে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা