মানুষকে ধৈর্য্যহারা না করে দ্রুত নির্বাচনের তাগিদ শামসুজ্জামান দুদুর

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১৮:৪৮
অ- অ+

‘অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আপনারা সংস্কার করুন। কিন্তু এমন সময় নেবেন না, যাতে মানুষ ধৈর্য্যহারা হয়। ধৈর্য্য থাকতে থাকতে সংস্কারের কাজটা শেষ করবেন এটা আমরা প্রত্যাশা করি।’

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির নেতা।

আগামী দিন হচ্ছে বিএনপির দিন- এমন মন্তব্য করে দুদু বলেন, ‘যারা এ দেশটাকে ১৬-১৭ বছর ধরে লুটেপুটে খেয়েছে, আর মানুষের ওপর জুলুম করেছে, তাদের বিচারের আওতায় আনার দিন।

গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, ‘এখন কেউ কেউ বলছেন হঠাৎ করে তিনি ঢুকে পড়বেন। আমরাও চাই তিনি আসুন, ঢুকে পড়ুন। বিএনপির নেতাকর্মীরা জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন।’

শেখ হাসিনার আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, জেল-জুলুমের কথা উল্লেখ করে দুদু বলেন, ‘তার কৈফিয়ত আপনাকে (হাসিনা) দিতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, যারা গণতন্ত্রের জন্য মামলার মুখোমুখি হয়েছে তাদের মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করে নেবেন।’

মওলানা ভাসানীকে স্মরণ করে দুদু বলেন, ‘মওলানা ভাসানী ছিলেন বেগম খালেদা জিয়ার কাছে শ্রদ্ধার ও সম্মানের। তাকে শহীদ জিয়াউর রহমান চিনেছিলেন বলেই তার আদর্শ গ্রহণ করেন তিনি। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের কৃষকদের কাছে গিয়ে তাদের কথা শুনতেন, যেমন শুনতেন মওলানা ভাসানী।’

এসময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতানা সালাউদ্দিন টুকু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসি ও সমমানের ফরম পূরণ শুরু ২ মার্চ
শীতে জলপাই খেলে দূরে থাকবে ডায়াবেটিস ও ক্যানসার
ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
বুদ্ধিমত্তা বাড়ায় থানকুনি পাতা! অনিদ্রা আর দুঃশ্চিন্তা যাবে দূরে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা